• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০৪:৪০ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, বিমান জরুরি অবতরণ

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৫:৫৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। টোকিওগামী এই বিমানটি পরে নিরাপদে একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

Ad

স্থানীয় সময় ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে।

Ad
Ad

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, উড্ডয়নের পরপরই বিমানের বাম ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিনের কভারের একটি অংশ আলাদা হয়ে আগুন ধরে যায়।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 
এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর।

মার্কিন পরিবহন বিভাগের সচিব শেন ডাফি জানান, বিমানের ইঞ্জিনের কভারের একটি অংশ খুলে গিয়ে আগুন ধরে যায়। সেই আগুন থেকেই মাটিতে ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালামপুরে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ৪
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০



সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪




সংবাদ ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:৫৮



Follow Us