স্পোর্টস ডেস্ক: চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে তিমুর লেস্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ।

২২ নভেম্বর শনিবার ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের কিশোররা পুরোটা সময় প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়ে খেলেছে। দলের এই বিশাল জয়ে জোড়া গোল করে নায়ক মানিক। এছাড়া একটি করে গোল করেছেন রিফাত, বায়েজিদ ও আকাশ।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লাল-সবুজের জার্সিধারীরা। গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় মাত্র ১১ মিনিট। বাম প্রান্ত থেকে মানিকের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন রিফাত কাজী। এরপর মানিকের জাদুতে ব্যবধান দ্বিগুণ হয়। অধিনায়ক ফয়সালের ফ্রি-কিক প্রতিপক্ষ ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ফিরতি বল বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান মানিক।
প্রথমার্ধের ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মানিক। ডি-বক্সের জটলার ভেতর ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার আঘাত হানে ছোটনের শিষ্যরা। আজাদের থ্রু পাস ধরে দারুণ নিয়ন্ত্রণে বল নিয়ে নির্ভুল ফিনিশিংয়ে স্কোরলাইন ৪-০ করেন বায়জিদ। আর ম্যাচের শেষদিকে তিমুর লেস্তের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আকাশ। তার দূরপাল্লার চমকপ্রদ শটটি ছিল দেখার মতো।
ম্যাচজুড়ে বাংলাদেশের দাপট ছিল একচেটিয়া। বেশ কয়েকটি শট পোস্টে লেগে ফিরে না আসলে কিংবা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।
ম্যাচের আগের দিনই কোচ ছোটন জানিয়েছিলেন, তারা ম্যাচ বাই ম্যাচ খেলে মূল পর্বে কোয়ালিফাই করতে চান। আর অধিনায়ক ফয়সাল শুনিয়েছিলেন সিনিয়র দলের সাফল্য থেকে অনুপ্রাণিত হওয়ার কথা। মাঠের পারফরম্যান্সে তার প্রমাণ মিলল। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ চীন, বাহরাইন, শ্রীলঙ্কা ও ব্রুনাই। প্রথম ম্যাচের এই বিশাল জয় বাকি কঠিন ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available