• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ সকাল ০৮:২২:৫৪ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত

৩ নভেম্বর ২০২৫ সকাল ০৮:০২:৫৫

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল।

Ad

নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

Ad
Ad

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ফেরেন ৮৭ রান করে। এরপর দীপ্তি শর্মার ফিফটি (৫৮ বলে ৫৮) আর রিচা ঘোষের ক্যামিওর (২৪ বলে ৩৪) কল্যাণে ৭ উইকেটে ২৯৮ রান তোলে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ২৩ রানে ফেরেন তাজমিন আর শূন্য রানে আন্নিকে বশ। ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সুনে লুস। টিকতে পারেননি ম্যারিজেন ও জ্যাফটা।

তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ট। তবে ৯৮ বলে ১০১ রান করে দিপ্তির বলে প্যাভিলিয়নে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সেমিফাইনালেও এই ওপেনার সেঞ্চুরি করেছিলেন।

লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার যেন সব আশা শেষ হয়ে যায়। দীপ্তির বোলিং তোপে বেশি দূর আর এগোতে পারেনি তারা। ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

দীপ্তি শর্মা ৩৯ রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের পাঁচ-পাঁচটি উইকেট। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ব্যাট হাতে সেঞ্চুরি মিস করা শেফালি বল হাতে শিকার করেন দুটি উইকেট।

এর আগে, নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার ট্রফিটা এলো এশিয়ার কোনো দেশে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us