• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৫০:৪১ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

আজ নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব

২ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৭:২৪

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: জেমিমা রদ্রিগেজের অতিমানবীয় ইনিংসের রোমাঞ্চ এখনো কাটেনি। গিটার হাতে কিন্নরকণ্ঠে গান গাইতে পারা মেয়েটি ব্যাট হাতেও যে এতটা ভয়ংকর, তার প্রমাণ মিলেছে আরও একবার। জেমিমার সেই ক্ল্যাসিক ইনিংসের রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে ফাইনালের দামামা। নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুটি দলের সামনে প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি। দক্ষিণ আফ্রিকা তো ফাইনালেই উঠল প্রথমবার। আর ভারত ২০০৫ এবং ২০১৭ ফাইনাল খেলেও জিততে পারেনি।

Ad

মেয়েদের ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল ৩৪টি ম্যাচ খেলেছে। ভারত জিতেছে ২০টি আর প্রোটিয়ারা ১৩টি। পরিসংখ্যানে এগিয়ে থাকার সঙ্গে দেশের মাটিতে গ্যালারিভর্তি দর্শকের সামনে ফাইনালে হারমনপ্রীত কৌরদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।

Ad
Ad

যদিও দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল রোহিত শর্মারা। আবার সেই রোহিত শর্মার দলই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই। দুবাইয়ের সেই ফাইনালে প্রোটিয়ারা আবারও নিজেদের ‘চোকার্স’ প্রমাণিত করেছিল। তবে সেই অপবাদ ঘুচাতে বেশি সময়ও লাগেনি। টেম্বা বাভুমার দল জিতে নেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। দুই দেশের পুরুষ ক্রিকেটে যখন এমন আবহ, তখন মেয়েরাও পিছিয়ে নেই। চলতি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালই তার নিকটতম প্রমাণ। অজিদের ৩৩৮ রান তাড়া করে রেকর্ড জয়, জেমিমার মহিমান্বিত ইনিংস ভারতকে মানসিকভাবে এগিয়ে রাখবে।

দক্ষিণ আফ্রিকা অবশ্য সেরা হতে চাইবে নিজেদের সেরাদের ঠিকঠাক কাজে লাগিয়ে। ঐতিহ্যগতভাবেই বোলিংয়ে তাদের মূল শক্তির জায়গা পেস আক্রমণ। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে প্রোটিয়ারা আগে বোলিং পেলে পেসাররা হারমনপ্রীতদের ভালো পরীক্ষা নেবেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী।

সবচেয়ে বড় কথা, এবারের বিশ্বকাপের লিগ পর্বে দুটি দলই মুখ থুবড়ে পড়েছিল। বিশাখাপত্তনমে লিগ পর্বের ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরের দুটি ম্যাচেও ভারত হেরেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা হেরেছিল ১০ উইকেটে। মজার ব্যাপার হলো, সেই ইংল্যান্ডকে সেমিফাইনালে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন লরা উলভার্টরা। অন্যদিকে অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিফাইনালে ছেলেখেলা খেলেছে ভারত। টুর্নামেন্ট যতই এগিয়েছে, দুটি দলই ঘুরে দাঁড়িয়েছে, গুছিয়ে নিয়েছে নিজেদের। ব্যাটে-বলে মেলে ধরেছে আগ্রাসী ক্রিকেটের পসরা। আজকের ফাইনালে যারাই জিতুক, ওয়ানডেতে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে নারী ক্রিকেট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৪

সংবাদ ছবি
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২২:৫২


সংবাদ ছবি
এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪২:৪০




সংবাদ ছবি
ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫১:০০



Follow Us