• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০২:৪৬:৪১ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

মেসির জোড়া গোলে মায়ামির জয়

২৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৭:৫৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল ইন্টার মায়ামি। লিওনেল মেসির ২ গোল ও টাডেও আলেন্দের ১ গোলে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মায়ামি।

Ad

২৫ অক্টোবর শনিবার ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

Ad
Ad

ম্যাচের শুরুতে কিছুটা চাপের মুখে থাকলেও প্রথম সুযোগেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে উড়ন্ত হেড দিয়ে দুর্দান্ত গোল করে দলকে লিড এনে দেন মেসি। এরপর মেসির দারুণ পাস থেকে ইয়ান ফ্রের ক্রসে হেড করে আলেন্দে করেন দ্বিতীয় গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জর্দি আলবার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। শেষ দিকে হানি মুকতার ফ্রি-কিকের মাধ্যমে ১ গোল শোধ করে ন্যাশভিল। তবে মায়ামির জয় আটকাতে পারেনি তারা।

এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার মায়ামি। এখন আরেকটি জয় পেলেই তারা নিশ্চিত করবে পরের রাউন্ড।

ম্যাচের আগে এমএলএস গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। লিগের কমিশনার ডন গারবার গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন ফুটবলের এই মহাতারকার হাতে।

ম্যাচ শেষে মিয়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘এখন প্রতিটি খেলোয়াড় গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে সবাইকে প্রস্তুত থাকতে হবে- এটাই বাস্তবতা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us