• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৫:৫১:২৯ (21-Nov-2025)
  • - ৩৩° সে:

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী

৬ অক্টোবর ২০২৫ দুপুর ০১:১৫:৫৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। আজ (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা।

Ad

হামজার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। এরপর পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে করে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়।

Ad
Ad

হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও কামরুল হাসান হিল্টন। জানা গেছে, হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে দল। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র এবং ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। দুটি ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রিটার্ন দাখিলের সময় বাড়ছে
২০ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৬:২১


সংবাদ ছবি
১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:১৩

সংবাদ ছবি
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:২৯

সংবাদ ছবি
চিরকুটে লিখে নিখোঁজ অতঃপর মরদেহ উদ্ধার
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৫৪



Follow Us