• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০২:৪৬:৪০ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

৫ জুলাই ২০২৫ বিকাল ০৩:২৪:৪৩

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে শামীম পাটোয়ারী এবং তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদকে নেওয়া হয়েছে।

Ad

৫ জুলাই শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় খেলা শুরু হয়। এই ম্যাচে লিটন দাসের না থাকার গুঞ্জন আগে থেকেই চলছিল। কারণ তিনি ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ছিলেন না। এ ছাড়া বিশ্রাম দেওয়ার সম্ভাবনা ছিল ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনকে। দুটোই মিলেছে, উভয় তারকাই নেই বাংলাদেশের একাদশে।

Ad
Ad

একাদশে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরাও। মিলান রত্ননায়েকে এবং এহসান মালিঙ্গার জায়গায় এই ম্যাচে নেওয়া হয়েছে দুনিথ ভেল্লালাগে ও দুষ্মন্ত চামিরাকে। আগের ম্যাচে পেস অলরাউন্ডার মিলান ও পেসার এহসান সেভাবে বলার মতো কিছু করতে পারেননি। উল্টো রান বিলিয়েছেন বেশ। বিপরীতে হাসারাঙ্গা-কামিন্দুরা স্পিন ঘূর্ণিতে গুড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us