• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই মাঘ ১৪৩২ ভোর ০৪:০০:৩৭ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

ফাইনালে পাঞ্জাব-বেঙ্গালুরু, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় আইপিএল

৩ জুন ২০২৫ সকাল ০৯:০৩:৪৬

ফাইনালে পাঞ্জাব-বেঙ্গালুরু, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় আইপিএল

স্পোর্টস ডেস্ক: তৈরি হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শিরোপা উঁচিয়ে ধরার মঞ্চ। দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়ার আইয়ারের নৈপূণ্যে মুম্বাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। তাতেই নিশ্চিত হয়েছে, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল। ফাইনালে পাঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলও শিরোপা পায়নি কখনও। ফলে, শেষ লড়াইয়ে জয়-পরাজয় যাদেরই হোক, এবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।

Ad

বেঙ্গালুরু ও পাঞ্জাব দু’দলই এর আগে পেয়েছে ফাইনালে হারের তিক্ততা। এই মঞ্চটা কেমন, তা জানা থাকলেও তারা জানে না শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠতে কেমন লাগে! এবার সেই আক্ষেপ মেটানোর পালা।

Ad
Ad

সবচেয়ে বেশি আক্ষেপটা আরসিবির। তিনবার ফাইনালে গিয়েও ছুঁয়ে দেখতে পারেনি শিরোপা। ফিরেছে খালি হাতে। ২০০৯ সালের ফাইনালে ডেকান চার্জাসের কাছে হেরেছিলেন কোহলিরা। ২০১১ সালে একই কষ্টে পুড়েছিল। সেবার চেন্নাই সুপার কিংস কাঁদিয়েছিল তাদের। সর্বশেষটা ২০১৬ সালে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিল আরসিবি এরপরে আর ফাইনালে যেতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

পাঞ্জাব ফাইনালে গিয়েছিল একবারই। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের। তখন অবশ্য পাঞ্জাবের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার নতুন নামে পুরোনো লক্ষ্য পাঞ্জাবের সামনে।
দুই দলের সামনে সুযোগ এসেছে শিরোপাখরা কাটানোর। এক দলের কেটেও যাবে। আরেক দলের বাড়বে অপেক্ষা। ৩ জুন মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:২৫






শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৪



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১০


Follow Us