নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেও প্রার্থী হচ্ছেন না জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান। ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ প্রধান।


ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে এবারের নির্বাচনে অংশ নিচ্ছি না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেবো, ইনশাল্লাহ।’
তিনি আরও লেখেন, ‘পরিস্থিতি যাই হোক, আমরা সবাই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতা-কর্মী ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনারা একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।’
নিজের সমর্থকদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি সমালোচকদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, সমালোচনা বা বিরূপ মন্তব্যে তিনি বিচলিত হবেন না।
দোয়া কামনা করে তিনি লেখেন, ‘মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যের এই প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন।’
দলীয় সূত্রে জানা গেছে, রাশেদ প্রধান পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর শক্তিশালী প্রার্থী থাকায় জোটের অনুরোধে তিনি এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available