নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

২ ডিসেম্বর মঙ্গলবার রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব সুয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একই সঙ্গে, শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে আপনাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ প্রদান করেছেন।’
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করা হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত সোমবার বিকেলে রাজশাহীতে এনসিপির জেলা কমিটির সংবাদ সম্মেলন চলাকালে ওই দুই যুবনেতা সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেন। নতুন জেলা কমিটি ঘোষণার পর একপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং আরেক পক্ষ বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। একপর্যায়ে মেহেদী ও সুয়াইব এসে সাংবাদিকদের উদ্দেশ্যে কক্ষের দরজা তালাবদ্ধ করে রাখার হুমকি দেন। তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা প্রতিবাদ জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে সুয়াইব ও তার সহযোগীরা সরে যান এবং পরে পর্যটন মোটেল প্রাঙ্গণে আরও এক দফা উত্তেজনা দেখা দেয়।
প্রসঙ্গত, গত শনিবার রাতে ১১৪ সদস্যবিশিষ্ট এনসিপির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং রনিউর রহমানকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরদিন যুগ্ম সদস্যসচিব জিহান মোবারক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। এরপর সোমবার আরও পাঁচ সদস্য কমিটি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available