• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪৮:০২ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

জনগণের অধিকার নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি: ড. মঈন খান

১৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২২:১৬

সংবাদ ছবি

বাবুল মিয়া: নরসিংদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে অনুষ্ঠিত এ পথসভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের পথ উন্মুক্ত করা হয়েছিল। তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি ও গণতন্ত্রকামী দলগুলোর আন্দোলনের ফলস্বরূপ সেই বিপ্লব আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। মঈন খান বলেন, বিএনপি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক অধিকার এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত হয়।

​তিনি ১৯৯১ সালে এমপি থাকাকালীন পলাশের উন্নয়নের কথা স্মরণ করে বলেন, পলাশ একটি শান্তিপূর্ণ এলাকা। তিনি উদাহরণ হিসেবে বলেন, বাবরি মসজিদ ভাঙার পর তিনি বিদেশে থেকেও নরসিংদীর এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছিলেন যেন পলাশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭