• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ দুপুর ০২:১৪:২৭ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

তিনি ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান

১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪০:০০

তিনি ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমগ্র জাতির মা হিসেবে উল্লেখ করলেন তাঁর বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে; তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে: তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা।

Ad

১ জানুয়ারি সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে তিনি বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তাঁর অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি

Ad
Ad

বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহোযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।’

বাবা ও ছোট ভাইয়ের স্মৃতি স্মরণ করে তারেক রহমান বলেন, ‘শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।’

তিনি উল্লেখ করেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি: যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাঁকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে।’

সব শেষে মায়ের জন্য আল্লাহর দরবারের প্রার্থনা করেন বলেন, ‘আল্লাহ যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন, আর তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন বছরে সঞ্চয়পত্র নিয়ে সরকারের দুঃসংবাদ
নতুন বছরে সঞ্চয়পত্র নিয়ে সরকারের দুঃসংবাদ
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৮:৫৩


বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১০:২৬








Follow Us