ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে বিক্ষোভ শুরু হলে রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধরা। এর পর থেকে গণমাধ্যমটির কার্যক্রম স্থগিত রয়েছে।

১৯ ডিসেম্বর শুক্রবার সকালে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলোর ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।’


পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’
এর আগে বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে এবং পরবর্তীতে ডেইলি স্টার ভবনে ভাঙচুর চালানো হয়। ডেইলি স্টার ভবনে তখন অনেক সংবাদকর্মী আটকা পড়েন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী অভিযান চালায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available