নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় দৈনিক প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে যান।

পরিদর্শনকালে আইজিপি ভবনের আশপাশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিস্তারিত শোনেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।


উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন।
ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available