• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:১৬:৩৮ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন

১২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩২:৩৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, টঙ্গী : দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়ের হওয়া তথাকথিত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে টঙ্গীতে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদপেশার প্রতি চরম অবমাননা। এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তারা আরও বলেন, কয়েকজন আমলার বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের জেরে এক ব্যক্তিকে বাদী বানিয়ে সম্পূর্ণ বানোয়াট মামলায় সিনিয়র সাংবাদিক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি না দিলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক ওলিদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক যায়যায়দিনের রাজিব, দৈনিক সমকালের আবু সালে মুসা, দৈনিক খোলা কাগজের সুজন সারোয়ার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বিএ রায়হান, দৈনিক নওরোজের জাহাঙ্গীর আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিউজ২১-এর সাংবাদিক নুরুজ্জামান, এশিয়ান টাইমসের আরিফ চৌধুরী, বাংলা এডিশনের মাহবুব জিলানী, দৈনিক নওরোজের হানিফ হোসেন, আনন্দ টেলিভিশনের শাকিল আহমেদ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. গোলাম কিবরিয়া, সাংবাদিক আওলাদ হোসেন, মোস্তফা সহ টঙ্গীর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us