• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৫০ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

সাবেক আইজিপি শহীদুলসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

৩ জুন ২০২৫ সকাল ০৮:১৬:৩২

সাবেক আইজিপি শহীদুলসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ ও মজিদ-জরিনা ফাউন্ডেশন নামীয় ২৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়েছে।

Ad

২ জুন সোমবার ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

Ad
Ad

এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ২৩ ব্যাংক হিসাবের মধ্যে শহীদুল হকের নামে ৯টি, স্ত্রীর নামে চারটি, ছেলের নামে দুটি এবং ৮টি মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় হিসাব।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর আলম এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শহীদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসদাচরণ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় আছেন।

এ কারণে তার নামীয় ২৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন। এসব হিসাবগুলো ফ্রিজ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, শহীদুল হক আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি।

জুলাই অভ্যুত্থানের পর গত ৩ সেপ্টেম্বর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ
সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৪:৫৬

নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৮:২১



কুমিল্লায় বাসচাপায় নিহত ২
কুমিল্লায় বাসচাপায় নিহত ২
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৪:০৭

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১২:৪২



Follow Us