নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) একযোগে মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


২২ জানুয়ারি বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাত সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করা হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আপলোড করা ছবি, আবেদন কপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় সনদসহ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
কাগজপত্র জমার সময় মূল কপি প্রদর্শন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষার সময় এসব সনদ ও প্রাপ্তি স্বীকারপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষার তারিখ ও সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
এর আগে ২১ জানুয়ারি বুধবার রাতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলার ২ হাজার ৪০৮টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দ্রুত শিক্ষক সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের আগেই চূড়ান্ত নিয়োগ দিতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available