• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ সকাল ১১:২৬:০৯ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সংঘর্ষ, হতাহত ১৩

২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৯:০৭

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন।

Ad

২২ ডিসেম্বর সোমবার শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এ সংঘর্ষে আরও অন্তত ১১ জন আহত হন বলে আল জাজিরাকে জানিয়েছেন এক মেডিকেল সূত্র।

Ad
Ad

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে বহু পরিবার ও স্থানীয় শ্রমিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। আল জাজিরার দামেস্ক প্রতিনিধি আয়মান ওঘান্না জানান, সংঘর্ষে ভারী মেশিনগান ও মর্টার শেল ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে, এসডিএফের গুলিতে তাদের দুইজন উদ্ধারকর্মী আহত হন। পাশাপাশি শেইখান গোলচত্বরে এসডিএফের গুলিতে আহত হয় দুই শিশু।

এসডিএফকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার দুইজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের একজন সেনা সদস্য। বিবৃতিতে বলা হয়, আলেপ্পোর শেইখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় মোতায়েন যৌথ চেকপোস্টে দায়িত্বরত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় এসডিএফ। তবে এসডিএফ বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সোমবার গভীর রাতে উভয় পক্ষ গোলাবর্ষণ বন্ধে সম্মত হয়। সানা জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সিরীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ হামলা বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে এসডিএফ জানায়, পাল্টা জবাব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংঘর্ষের ঘটনা ঘটে এমন সময়, যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সফরে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে এসডিএফকে নতুন সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন। গত মার্চে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় অগ্রগতি হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়া ও তুরস্কের উচ্চপর্যায়ের এই বৈঠকই সোমবারের সংঘর্ষের ‘অনুঘটক’ ছিল। এর আগে দামেস্ক প্রায় ৫০ হাজার এসডিএফ যোদ্ধাকে তিনটি ডিভিশনে একীভূত করার প্রস্তাব দিলেও তুরস্ক তা প্রত্যাখ্যান করে এসডিএফের কমান্ড কাঠামো ভেঙে দেওয়ার দাবি জানায়।

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষকদের মতে, এসডিএফকে সিরীয় বাহিনীতে একীভূত করার বিষয়টি বর্তমানে সিরিয়ার জাতীয় ঐক্যের সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি। তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ আজ
২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩৮:২৯






Follow Us