শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকায় গারো পাহাড়ের বুকে বিস্তৃত কর্ণঝোড়া রাবার বাগান এখন আর শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়—এটি হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানটি ১৯৯৪-৯৫ অর্থবছরে ৬২৫ একর পাহাড়ি জমির ওপর প্রতিষ্ঠা করে বাংলাদেশ বন ও শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)।

প্রতিষ্ঠার পর থেকেই বাগানটি রাবার উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে এখানে প্রতিদিন প্রায় ৮০-৯০ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। কেউ গাছের যত্ন নেয়, কেউ গাছ থেকে দুধের মতো সাদা ল্যাটেক্স সংগ্রহ করে, আবার কেউ প্রক্রিয়াজাত ইউনিটে রাবার শিট তৈরিতে ব্যস্ত থাকে। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে তাদের কর্মচাঞ্চল্য।


গাছ থেকে সংগৃহীত কাঁচা ল্যাটেক্স আধুনিক মেশিনের মাধ্যমে শিট আকারে রূপান্তর করে শুকানো হয়। পরে তা দেশের বিভিন্ন রাবার শিল্পে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।
একজন শ্রমিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমি অনেক দিন ধরে এখানে কাজ করছি। আগে কৃষিকাজ করে সংসার চালানো কষ্টকর ছিল। এখন রাবার বাগানে কাজ পেয়ে কিছুটা স্বচ্ছলতা এসেছে। যদি মজুরি একটু বাড়ানো হয়, তাহলে আরও ভালোভাবে বাঁচতে পারব।’
একজন নারী শ্রমিক বলেন, ‘আমরা প্রতিদিন ভোরে এসে গাছের রস সংগ্রহ করি। কাজটা কষ্টের হলেও নির্ভরযোগ্য। অনেক নারী এখন এই বাগানেই জীবিকার পথ খুঁজে পেয়েছে।’
বিএফআইডিসি কর্ণঝোড়া রাবার বাগানের ব্যবস্থাপক বিজন কুমার ভৌমিক বলেন, ‘শ্রীবরদী রাবার বাগান থেকে প্রতিবছর ভালো পরিমাণ রাবার সংগ্রহ করা হয়। প্রায় ৮০-৯০ জন শ্রমিক এখানে কাজ করেন। আমরা শ্রমিকদের কল্যাণের দিকেও গুরুত্ব দিচ্ছি, যাতে তারা নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘গারো পাহাড়ের এই অঞ্চলে বনায়ন ও সবুজায়ন রক্ষায় রাবার গাছ বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাগানটিকে পর্যটন আকর্ষণ হিসেবেও উন্নত করার পরিকল্পনা রয়েছে।’
গারো পাহাড়ের ঢালে সাজানো সারি সারি রাবার গাছের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। পাখির ডাক, পাহাড়ি বাতাস আর চারপাশের সবুজের সমারোহ মিলিয়ে কর্ণঝোড়া রাবার বাগান যেন এক অনন্য শান্তির নীড়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available