• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৯:৩৬ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৭:৩৫

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: নব্বই দশকের ব্যবসাসফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর অন্যতম প্রযোজক ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুকুমার রঞ্জন ঘোষ আর নেই।

Ad

২২ ডিসেম্বর সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব গণমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন আনন্দমেলা সিনেমা লিমিটেডের অন্যতম প্রযোজক। তার প্রযোজনায় নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমেই ঢালিউডে জনপ্রিয় জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান শাহ ও মৌসুমী। এ ছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’ ও ‘বিয়ের ফুল’সহ একাধিক চলচ্চিত্র ব্যবসাসফল হয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সুকুমার রঞ্জন ঘোষ মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি এক শোকবার্তায় জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে অপূরণীয় ক্ষতি হয়েছে। সংগঠনটি তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার বড়দেশ্বরী কালীমন্দিরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৭





সংবাদ ছবি
শিবগঞ্জ সীমান্তে ২৯টি ভারতীয় মোবাইল জব্দ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২৭




Follow Us