নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ডিআইএস) রূপায়ণ সিটি উত্তরায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ আয়োজন করে। শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং একই সাথে নতুন জীবনের সূচনাকে কেন্দ্র করে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।
২০ সেপ্টেম্বর শনিবার রূপায়ণ সিটি উত্তরায় গ্র্যাজুয়েশন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খাঁন, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল , ড্যাফোডিল গ্রুপের সিওও - ড. ইমরান হোসেন, ডেপুটি ডিরেক্টর, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন - সামিহা খান, ডি আই এস এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- শাহানা খান, অধ্যক্ষ, নাজাহ সালাওয়াত এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পদ অলংকৃত করার জন্য উপস্থিত ছিলেন— জনাব ম্যাক্সিম রাইম্যান, কান্ট্রি এক্সাম ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল, (ঢাকা, বাংলাদেশ), জনাব শাহীন রেজা- কান্ট্রি ডিরেক্টর, অক্সফোর্ড এ-কিউ-এ, (বাংলাদেশ এবং নেপাল), সারওয়াত মাসুদা রেজা- কান্ট্রি লিড (বাংলাদেশ), ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সিইও রূপায়ণ সিটি এবং অন্যান্য সম্মানিত অতিথিসহ আরও অনেকে।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিক বক্তব্য, শিক্ষার্থীদের অভিজ্ঞতার আলোকে তাদের চিন্তাধারা উপস্থাপন এবং এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার সনদ প্রদান। ডিআইএস উত্তরা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাজাহ্ সালাওয়াতের ভাষ্যমতে।
‘গ্র্যাজুয়েশন শুধু মাত্র শিক্ষাজীবনের একটি ধাপ নয়; এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বৈশ্বিক নাগরিক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতির প্রতিফলন। এ মুহূর্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গৌরবময়, যা দীর্ঘ পরিশ্রম, দিকনির্দেশনা ও ভবিষ্যতের আলোকিত সম্ভাবনার প্রতীক।’
শিক্ষাগত উৎকর্ষ ও নৈতিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল প্রতিবছরের মতো এ বছরও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানকে অন্যতম মর্যাদাপূর্ণ ও বহুল প্রতীক্ষিত আয়োজনে পরিণত করেছে। রূপায়ণ সিটি উত্তরার মনোরম পরিবেশ এ অনুষ্ঠানের জন্য উপযুক্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে এবং অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটাবে। শিক্ষার্থীরা নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার পথে যাত্রা শুরু করবে এ বিশেষ দিনটিকে সারথী করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available