• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ রাত ০২:০৭:৫৯ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর

১২ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৩৭:১৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট করায় এবং নৌকার প্রার্থীর বিরুদ্ধে কথা বলায় পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেন শাহাদাতকে মারধর ও লাঞ্ছিত করেছে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তারের কর্মী-সমর্থকরা।

১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের ভাসানী পার্ক এলাকায় ওই যুবলীগ নেতাকে মারধর করে এমপির ১০-১৫ জন কর্মী। এমনকি তারা মারধরের ভিডিও ধারণ করে রাখে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা শাহাদাতকে একসাথে ১০ থেকে ১৫ জন ব্যক্তি মারধর করছেন । এ সময় ওই যুবলীগ নেতা নিজেকে অসুস্থ দাবি করলেও তারা তাকে ছাড় দেয়নি৷

ভিডিওতে তাদের বলতে শোনা যায়, নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে নির্বাচনে কথা বলায় তাকে মারধর করা হচ্ছে। মারধরের পর আর কখনও মুক্তার বিরুদ্ধে কোন কথা না বলার অঙ্গীকার করতে বাধ্য করা হয় তাকে।

এ বিষয়ে ভুক্তভোগী ও যুবলীগ নেতা শাহাদাত হোসেন শাহাদাত বলেন, ‘সদর উপজেলার পুকুরীডাঙ্গা এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে ডাক্তার দেখানোর জন্য ইজিবাইকে করে পঞ্চগড় জেলা শহরের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে পঞ্চগড় জেলা শহরের জ্বালাসী ভাসানী পার্ক এলাকায় পৌঁছলে ইজিবাইকটি গতিরোধ করে ওই এলাকার মফিজুল, জহিরুল, আল আমিন, রফিকুল শরিফ, হাসিবুল, নাঈম ও ফরিদসহ ১০, ১৫ জন আমাকে টেনে হিঁচেড়ে নামিয়ে রাস্তার পাশে নিয়ে বেধরক মারধর করে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশের নৌকার প্রার্থীর পাশাপাশি দলের স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নেন। আমি নির্বাচনে আনোয়ার সাদাত সম্রাটের হয়ে কাজ করাটাই আমার অপরাধ। বারবার তাদের বলেছি, আমি অসুস্থ। তারপরও তারা আমাকে ছাড় দেয়নি। আমি আমার উপর হামলার ন্যায় বিচার চাই।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, তথ্য সংগ্রহ করেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯