• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২৯:১৫ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

২৪ আগস্ট ২০২৩ সকাল ১১:৫৩:০৬

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিলসহ বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

২১ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ বিষয়টি জানা যায়।

অফিস আদেশ থেকে জানা যায়,  কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ৯ আগস্ট অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভা-২০২৩/০২ এর সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের ৩ জনকে ৬ মাসের জন্য এবং ২ জনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ঐ উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ আল রাফি ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখা লেখার কারণে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

এছাড়াও কোর্সের পরীক্ষা চলাকালী সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখা ও তা থেকে দেখা লেখার কারণে আইএসএলএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা সুলতানা এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বর্ণা সাহাকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:৩৯







সংবাদ ছবি
পটুয়াখালীতে জারি গানে জলবায়ু আন্দোলনের ডাক
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০২:৫৪