• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৪৫:৪২ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজধানীর সাত কলেজ নিয়ে পিনাকীর নতুন বার্তা

১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১২:৫৬

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজকে নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে চলমান নানা আলোচনা-সমালোচনা ও শিক্ষক-শিক্ষার্থীদের ত্রিমুখী আন্দোলনের মাঝে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন পোস্ট। সেই পোস্টে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের চূড়ান্ত অধ্যাদেশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ভেরিভাইড একাউন্ট থেকে এ পোস্ট করা হয়।

Ad
Ad

পিনাকী ভট্টাচার্য তার ফেইসবুকে লিখেন, ‘রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের বিষয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা গত ৩-৪ দিন ধরে আমাকে শত শত মেইল পাঠিয়েছেন। আমি যতটুকু বুঝেছি, বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করে ক্যাডার পদ হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা।’

অধ্যাদেশ জারির কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘আমি সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত স্কুলিং মডেলে চূড়ান্ত অধ্যাদেশ জারির আহ্বান জানাচ্ছি, যেন ২০২৪-২৫ সেশনের নতুন ব্যাচসহ সকল শিক্ষার্থী অবিলম্বে তাদের ক্লাসে ফিরতে পারে। তাদের শিক্ষাবর্ষের ক্ষয়ক্ষতি যতটুকু সীমিত করা যায়, সে চেষ্টা করতে হবে।’

পিনাকী আরও উল্লেখ করেন, ‘ইতোমধ্যে সরকার জানিয়েছে, প্রস্তাবিত খসড়া পরিমার্জনের কাজ সম্পন্ন করে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এই প্রক্রিয়ায় যেন আর দেরি না হয় এবং দ্রুততম সময়ে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরতে পারেন এই প্রত্যাশা রইল।’

নতুন সুসংগঠিত কাঠামো বাস্তবায়নের মাধ্যমে কলেজগুলোর একাডেমিক মান উন্নত করা সম্ভব বলেও মনে করেন এই অনলাইন একটিভিস্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২২:০৪






সংবাদ ছবি
রংপুরে হেরোইন উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৩
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:১৮

সংবাদ ছবি
এনসিপির আলোচিত নেতারা যেসব আসন থেকে লড়বেন
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৭:৫৬


সংবাদ ছবি
র‌্যাব সেজে ডাকাতির পরিকল্পনা, আটক ৬
১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:১৬


Follow Us