স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নির্বাচন কেন্দ্রিক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার রুমে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় তরুণ প্রজন্মের ভোট সচেতনতা বৃদ্ধি, নির্বাচিত সরকারের কাছে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ৪টি গ্রুপে বিভক্ত করে বাংলাদেশের নির্বাচিত সরকারের কাছে তরুণ প্রজন্মের প্রত্যাশা সম্পর্কে মতামত নেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং সহযোগী প্রোগ্রামার মাহদিয়া মাহমুদ তাইমা।
দিনব্যাপী প্রশিক্ষণে গ্রুপ ওয়ার্ক, ওপেন ডিসকাশন ও নির্বাচনী সিমুলেশন সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available