• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৫৫:৪০ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

২২ নভেম্বর ২০২৫ রাত ০৯:০৯:৫৪

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি : নৈতিকতা সম্পন্ন জাতি গঠন করতে হলে এ প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিক ভিত্তি মজবুত করতে হবে। আর এ প্রক্রিয়া শুরু করতে হবে শিক্ষাজীবন থেকেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে এ বীজ বপন করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোয়াখালীর মোশারেফ গ্রামার স্কুলের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি এ আহ্বান জানান।

Ad

২২ নভেম্বর শনিবার স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

মোশারেফ গ্রামার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও নোবিপ্রবি বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি স্কুলের প্রতিষ্ঠাতাসহ যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্কুলটির বিস্তৃতি এবং কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে স্কুলটি তাদের শিক্ষা কার্যক্রম কলেজ পর্যায়ে এবং অন্যান্য অঞ্চলে বিস্তৃত করার পরিকল্পনা করছে। যা অত্যন্ত আনন্দের। গত ২০ বছরে অসংখ্য শিক্ষার্থী এ স্কুল থেকে পাশ করেছেন এবং কর্মজীবনে সফলতার স্বাক্ষর রাখছেন। এই স্কুলের যে সুনাম, ঐতিহ্য এবং সম্মান তারা বহন করে চলেছেন, বর্তমান শিক্ষার্থীদেরও তা অনুসরণ করতে হবে।

এসময় উপাচার্য আরও বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই স্কুলের পরিচালনার সঙ্গে নোবিপ্রবির দুজন শিক্ষক যুক্ত রয়েছেন। একইসঙ্গে নোবিপ্রবির অনেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলেমেয়ে এই স্কুলে অধ্যয়ন করছে। আমি কৃতজ্ঞ যে শিক্ষার জন্য আপনারা এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনাদের অনুপ্রেরণায় খুব দ্রুতই নোবিপ্রবিতেও একটি ইংরেজি ভার্সন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জ্ঞানের যে আলো ছড়িয়ে দিয়েছেন, একইভাবে আমরাও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিতব্য স্কুলটিতে শিক্ষার সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমি মোশারেফ গ্রামার স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং এ আয়োজনের সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার, স্কুলের প্রধান শিক্ষক রোকসানা মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us