• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০৯:৩৪:৩৪ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা

১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮

সংবাদ ছবি

রাজশাহী ব্যুরো: অবৈধ পুকুর খননে বাঁধা দেওয়ার জুবায়ের (২৫) নামে এক কৃষককে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত কৃষক রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের রমিজের ছেলে।

Ad

গতকাল ১৭ ডিসেম্বর বুধবার রাত ৯টার সময় উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের গণমাধ্যমকে জানায়, ফসলি জমিতে অবৈধ পুকুর খননে বাঁধা দেওয়ায় জুবায়েরকে পরিকল্পিতভাবে ভেকুর চাকার নিচে ফেলে হত্যা করেছে। অভিযুক্তকে দ্রুত আটক করে বিচার দাবি জানিয়েছে। মোহনপুর থানা পুলিশ ভেকু চালক আবদুল হামিদকে (২৮) আটক করেছে। আটককৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার কাদিমহামজানি উত্তরপাড়ার সবুর উদ্দিনের ছেলে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, পালশা নামক গ্রামে ভেকু দিয়ে পুকুর খনন করছিল। ওই পুকুর খননের কারণে কৃষি জমি নষ্ট হওয়ার আশঙ্কা হওয়ার কারণে জুবায়েরসহ স্থানীয়রা পুকুর খননে বাধা দেয়। ওই সময় ভীমনগর গ্রামের কয়েকজনের সঙ্গে এলাকাবাসীর বাকবিতান্ড হয়। একপর্যায়ে ভেকুর নিচে পড়ে জুবায়ের গুরুতর আহত হয়। তৎক্ষনাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দাফন সম্পূর্ণ করা হয় বলে স্থানীয়রা জানায়।  

মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ভেকু চালক আবদুল হামিদকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ গ্রামে দাফন সম্পূর্ণ করা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, পুকুর খনন কাজে এলাকাবাসী বাধা দেয়। যার কারণে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হওয়ার এক পর্যায়ে ভেকুর মাটি খোঁড়ার যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের আহত হয়। পরে তার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাবে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ ভেকু চালককে আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


সংবাদ ছবি
তাইওয়ানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫১



Follow Us