নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার নতুন ভর্তিকৃত শিক্ষার্থী, বিভিন্ন বিভাগে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী, সদ্য বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ও ডাকসুতে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়ার শিক্ষার্থীদের সংগঠন গড়াই এর উদ্যোগে আরসি মজুমদার মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
গড়াই’র সভাপতি জুবাইল ইসলাম হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল আক্তার জিমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুজ্জামান জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস ও ড. সায়েম কামাল, লেখক, সংগঠক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।
এছাড়াও অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কয়েকজন নবীন শিক্ষার্থী, ডাকসু নির্বাচনে বিজয়ী প্রতিনিধি ও বিসিএসএ সদ্য সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available