• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫৩:৪৩ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

খুকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন বাকৃবির তিন অধ্যাপক

২৫ আগস্ট ২০২৫ সকাল ০৯:০৭:২৩

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিনজন অধ্যাপককে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনীত সিন্ডিকেট সদস্যদের মধ্যে একজনকে খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী বা কৃষি শিক্ষাবিদ হিসেবে এবং বাকি দুইজনকে অধ্যাপক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী বা কৃষি শিক্ষাবিদ হিসেবে মনোনীত অধ্যাপক হলেন জেনেটিক্স এ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীর হোসেন এবং বাকি দুইজন অধ্যাপক হলেন ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

২৪ আগস্ট রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন, ২০১৫ এর ১৯(১) (ট) ও ১৯(১) (ড) এবং ১৯(২) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নিম্নোক্ত একজন খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী বা কৃষি শিক্ষাবিদ ও দুজন অধ্যাপককে দুই বছরের জন্য মনোননয় প্রদান করা হলো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩