• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০৯:১২:১১ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৩১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৫৩

সংবাদ ছবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় ৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে পুলিশ হামলার মূলহোতা ইফতিসহ দুইজনকে গ্রেফতার করে। 

Ad

৩১ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর লিপুজ ক্যান্টিন চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

Ad
Ad

জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সন্ত্রাসীরা তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করিস, বলে অকথ্য ভাষায় গালাগালি করে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। পরে শিক্ষার্থীরা বিচারের দাবিতে গোপালগঞ্জ সদর থানায় উপস্থিত হন। এঘটনায় আহত শিক্ষার্থীরা বাদী হয়ে মামলা করেছেন।

বিক্ষোভ মিছিলে 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা গোপালগঞ্জে হবে না’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা সোহান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসন সব থেকে প্রয়োজনীয়। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বাসা ভাড়া করে আবাসন সংকট দূর করা।

শিক্ষার্থী শোয়াইব বিল্লাহ বলেন, এই বিক্ষোভ মিছিলে আমরা কাঁদতে আসিনি। আমরা আমাদের ভাইদের উপর হামলার বিচারের দাবিতে এসেছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই হামলার বিচার দাবি করছি এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২

সংবাদ ছবি
কেরানীগঞ্জে আড়তে জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:১১


Follow Us