• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ দুপুর ১২:১৭:৪২ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

২৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২০:৪৫

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

অনলাইন ডেস্ক: বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও আধুনিক ফিচারসমৃদ্ধ এই ডিভাইসটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।

Ad

ইনফিনিক্স জানায়, যারা দীর্ঘদিন একই স্মার্টফোন ব্যবহার করতে চান এবং প্রিমিয়াম ডিজাইন, উন্নত পারফরম্যান্স ও নিয়মিত সফটওয়্যার আপডেট প্রত্যাশা করেন, নোট এজ মূলত তাদের জন্যই তৈরি। বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত পরিবর্তিত হওয়ায় এই ডিভাইসে স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নিয়মিত ব্যবহারে নোট এজ তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

Ad
Ad

ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যার চারপাশে সমান ও অতি-সংকীর্ণ বেজেল ব্যবহার করা হয়েছে। মাত্র ৭.২ মিলিমিটার পুরুত্বের এই হালকা ফোনটিতে পার্লেসেন্ট ফিনিশ যুক্ত নকশা থাকায় এটি প্রিমিয়াম ও পরিশীলিত লুক দেয়। কার্ভড ডিজাইনের কারণে দীর্ঘ সময় পড়াশোনা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল বা বিনোদনের সময় ফোনটি হাতে ধরে ব্যবহার করা আরও আরামদায়ক হবে বলে জানিয়েছে ইনফিনিক্স।

পারফরম্যান্সের জন্য নোট এজে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। প্রতিষ্ঠানটির দাবি, এই চিপসেট দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং জনপ্রিয় গেমে স্থিতিশীল ফ্রেম রেট নিশ্চিত করতে সক্ষম।

ব্যাটারি পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যা একদিনের বেশি সময় অনায়াসে ব্যবহার করা যাবে। ব্যাটারির আয়ু দীর্ঘ করতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা সময়ের সঙ্গে ব্যাটারির সক্ষমতা কমে যাওয়ার গতি ধীর করে।

দীর্ঘমেয়াদি সফটওয়্যার ব্যবহারের নিশ্চয়তা হিসেবে নোট এজে দেওয়া হয়েছে এক্সওএস ১৬ অপারেটিং সিস্টেম, যেখানে রয়েছে মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি। পাশাপাশি ডিভাইসটিতে তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইনফিনিক্স।

নেটওয়ার্ক সংযোগ আরও স্থিতিশীল করতে এতে যুক্ত করা হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি, যা দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক সিগন্যালের সংবেদনশীলতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে সহায়তা করবে। ফলে ইনডোর পরিবেশ বা কোলাহলপূর্ণ এলাকাতেও ভালো নেটওয়ার্ক অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য নোট এজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা এআই র- প্লাস ও লাইভ ফটো মোড সমর্থন করে। কম আলোতেও পরিষ্কার ও প্রাণবন্ত ছবি ধারণের পাশাপাশি এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং ও এক-ক্লিক ফটো আউটপুট সুবিধার মাধ্যমে কনটেন্ট তৈরি সহজ হবে। এছাড়া ৪৫০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকারের মাধ্যমে উন্নত ভিজ্যুয়াল ও অডিও অভিজ্ঞতার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নোট এজ উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইনফিনিক্স। এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবং খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির মতে, এই অংশীদারত্ব নারী ক্রীড়াবিদদের সক্ষমতা, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক হিসেবে কাজ করবে।

ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন ও লুনার টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। পাশাপাশি স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙের ভ্যারিয়েন্টও থাকছে। বাংলাদেশে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি বর্তমানে দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিদেশি নম্বর থেকে বাগেরহাটের এসপিকে হুমকি
বিদেশি নম্বর থেকে বাগেরহাটের এসপিকে হুমকি
২৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৬:২৮





রাত থেকে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ
রাত থেকে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ
২৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২৮:৩৭


আজ মির্জা ফখরুলের জন্মদিন
আজ মির্জা ফখরুলের জন্মদিন
২৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৪:৩৬




Follow Us