• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ রাত ০৮:০৪:৫৩ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

ই-কমার্স খাত ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার আহ্বান ই-ক্যাবের

৩১ জুলাই ২০২৪ বিকাল ০৫:৪১:৫৭

ই-কমার্স খাত ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার আহ্বান ই-ক্যাবের

নিজস্ব প্রতিবেদক: চলমান সংকটে ইন্টারনেট সেবা বন্ধ থাকা ও অন্যান্য কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত ই-কমার্স খাতের ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা তুলে ধরে, তা থেকে উত্তরণে সরকারের সহযোগিতা চেয়েছেন এই খাতের উদ্যোক্তারা।

Ad

৩১ জুলাই বুধবার দুপুরে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর বনানীস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষয়ক্ষতি পরিমাণ এবং সংকট উত্তরণে কয়েকটি দাবি ও পরামর্শ তুলে ধরেন সংগঠনের সভাপতি শমী কায়সার।

Ad
Ad

শুরুতেই ইন্টারনেট ও ফেসবুক খুলে দেয়ায় ই-ক্যাব সভাপতি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গত ১৩ দিনে এই খাতে প্রায় ১৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে এই ব্যবসা পুরোই বন্ধ হয়ে যায়। বর্তমানে ইন্টারনেট চালু থাকলেও গতি কম থাকায় এখনো সংকট কাটিয়ে উঠেনি। এছাড়া কারফিউ ও নিরাপত্তা ঝুঁকিসহ বিভিন্ন কারণে ই-কমার্স খাতের ৯৫% শতাংশ লেনদেন এখনও বন্ধ রয়েছে বলে তিনি জানান।

শমী কায়সার বলেন, ই-ক্যাব থেকে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিগত কয়েকদিন ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট ও ফেসবুক চালু করার জন্য ই-ক্যাব থেকে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, তা তুলে ধরেন ই-ক্যব সভাপতি। বর্তমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, আমরা কেউ এর জন্য প্রস্তুত ছিলাম না। পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

এসময় ই-ক্যাব নেতৃবৃন্দ সরকারের নিকট তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। যেসব উদ্যোক্তার ব্যাংক ঋণ রয়েছে তা পরিশোধের সময়সীমা ন্যূনতম ৬ মাস বৃদ্ধি করা, সহজ শর্তে ঋণ প্রদান করা, লজিস্টিকস ও ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যাট সাময়িকভাবে মওকুফ করা, ট্রেড লাইসেন্স নবায়ন ফি মওকুফ ও মেয়াদ বৃদ্ধি করার দাবি জানান তারা। এছাড়া ফেসবুকে সচল থাকা বিজ্ঞাপনের মূল্য ফেরত বা পুনঃবিজ্ঞাপনের জন্য ফেসবুকের সাথে যোগাযোগ করার জন্য তারা সরকারকে পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ই-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দিন শিপন, সহ-সভাপতি সৈয়দা আম্বারীন রেজা, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা, সহ সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক শাহারিয়ার হাসান, মো. সাইদুর রহমান সাঈদ, মো. ইলমুল হক সজীব ও অর্ণব মুস্তাফা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শবে বরাত কবে জানা যাবে যেদিন
শবে বরাত কবে জানা যাবে যেদিন
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৩৬


দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত
দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৯

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:১৫

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত-১০
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত-১০
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:৫৮


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১১


গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৪৩



Follow Us