• ঢাকা
  • |
  • সোমবার ৭ই পৌষ ১৪৩২ রাত ০২:২৮:১৯ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

মারা গেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা!

৩০ জুলাই ২০২৫ সকাল ০৯:১৫:২৫

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

Ad

৩০ জুলাই বুধবার ভোর ৪টায় ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, ‘আমার বাবা আর নেই।’ তার সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

Ad
Ad

অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা হারানোর এ ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

এছাড়া অগুণিত নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭
২১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৯:০৪





সংবাদ ছবি
সুনামগঞ্জে যৌথ অভিযানে ভারতীয় ফুচকা ও জিরা জব্দ
২১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৭:০৬


Follow Us