গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন এলাকায় গভীর নলকূপের (ডিপ মেশিন) গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০০ বিঘা জমির ধান চাষ ব্যাহত হচ্ছে। পানি সংকটে নষ্ট হতে বসেছে বোর ধানের বীজতলা, যা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আঁধারে দুর্বৃত্তরা গাড়ারন এলাকার ওই গভীর নলকূপের ঘর থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। সকালে কৃষকরা সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি টের পান।
ভুক্তভোগী কৃষকরা জানান, এই সেচ প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ৬ হাজার মণ ধান উৎপাদিত হয়। বর্তমানে বোর মৌসুমের শুরুতে পানির অভাবে বীজতলা শুকিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নলকূপটি সচল করা না গেলে চলতি মৌসুমে ধান চাষ করা সম্ভব হবে না, যার ফলে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকসেবীদের উপদ্রব বেড়ে যাওয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্তরাই টাকার নেশায় এসব মূল্যবান যন্ত্রাংশ চুরি করছে বলে তাদের ধারণা। নিয়মিত পুলিশি টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা এই সংকট থেকে উত্তরণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে সরকারি সহায়তায় নলকূপটি মেরামত করে সেচ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available