• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:০৬ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩

১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:১২

রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন এলাকায় টাকা দিয়ে জুয়া খেলার সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার গ্রেফতার তিনজনকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন বখতিয়ারপুর আদর্শ গ্রামের আব্দুল হামিদ (৫০), কাওছার আলম (৬২) এবং জগদীশপুর এলাকার ওয়াজেদ আলী (৪৯)।

পুলিশ জানায়, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১২ জানুয়ারি সোমবার বিকেলে হাজিরহাট থানার বখতিয়ারপুর আদর্শ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গ্রামের একটি রাস্তার পাশে বাঁশঝাড়ে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছে।

খবরের ভিত্তিতে হাজিরহাট থানার একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫২টি তাস ও ৭৫৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, কমিশনারের নির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭










Follow Us