ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ একটা ব্যাগ উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সদস্যরা। বস্তুটি শনাক্ত ও নিষ্ক্রিয়করণ করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যরা আসবে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে। তবে বস্তুটি বোমা কি-না বা কতটা শক্তি শালী বোমা সে বিষয়ে এখনও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

১০ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে থেকে শহরের আলীপুর আলীমুজ্জামান সেতুর উপরে আড়াই ঘণ্টা ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পরে বেলা ১টার দিকে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সদস্যের মাধ্যমে উদ্ধার করে পার্শ্ববর্তী আলীপুর বিসর্জন ঘাটে বালু দিয়ে ঢেকে রাখা হয়।


পুলিশ সূত্রে ও সরেজমিনে জানা যায়, আলীমুজ্জামান সেতুর পশ্চিমপাড়ের রেলিংয়ের সাথে রাখা গাছের গুড়ির উপর একটি নীল রংয়ের ব্যাগ পড়ে থাকে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সেখানে যায়। এলাকাটি জনবহুল ও শহরের দুইপাড়ের যোগাযোগের অন্যতম ব্যবস্থা হওয়ায় যৌথবাহিনীর সদস্যরা ব্যাগটি ঘিরে অবস্থান নেন। এরপর ডিসপোজাল টিম যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যাগের ভেতরে রাখা তার দিয়ে প্যাঁচানো লাল রংয়ের একটি বস্তু বের করেন এবং কিছু সময় পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে প্রায় ৩০০ মিটার দূরে ব্রিজের নিচে নিয়ে বালুর ভেতরে রাখেন। ওই স্থানটি ঘিরে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যরা এসে পৌঁছায়নি।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন- ‘সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি- আলীপুর ব্রিজের ওপরে নীল রংয়ের একটি ব্যাগের ভেতরে বোমা সাদৃশ্য বস্তু রাখা আছে। এলাকাটি জনবহুল হওয়ায় সেনাবাহিনীর সাথে আলোচনা করে বস্তুটি উদ্ধার করে আপাতত বিসর্জন ঘাটে রাখা হয়েছে। আসলে এটি বোমা কি-না এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ব্যাগের ভেতরে লাল রংয়ের একটি বস্তু আছে এবং বস্তুটির সাথে তার প্যাঁচানো আছে। ঢাকা থেকে বোম ডিসপোজালের বিশেষ সদস্যরা আসতেছে, তাঁরা এসে নিশ্চিত করতে পারবে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available