কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি পরিবারের ৩ সদস্যকে আওয়ামী দোসর ট্যাগ লাগিয় মামলায় জড়ানোর প্রতিবাদে লস্করচালা এলাকায় শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থাণীয় সুত্র জানায়, বিএনপি নেতা আবুল কাশেম সহ একই পরিবারের ৩ জনকে আওয়ামী দোসর ট্যাগ লাগিয়ে ২০২৪ এর জুলাই আন্দোলনের ঘটনায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে।


তারা আবুল কাশেমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রতিবাদ সভায় স্থানীয় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিকুল আলম বলেন, আমার ৩১ বছরের রাজনৈতিক জীবনের শুরু থেকেই আবুল কাশেমকে বিএনপির দলীয় রাজনৈতিতে পেয়েছি, এখনও দলে নিবেদিত হিসেবে আছেন।
যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আবুল কাশেমের পরিবারটি আমাদের বিএনপি পরিবার।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, আবুল কাশেমের পরিবারকে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা মামলায় জড়িয়েছে।
বর্তমান আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম বলেন, বিএনপি নেতা আবুল কাশেম একজন নির্দোষ ব্যক্তি। রাজনৈতিক দ্বন্দের কারনে তাকে হয়রানি করতে মামলা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
আবুল কাশেমের পুত্র আশ্রাফুল আলম জানান, আমাদের পরিবারের সকলেই বিএনপি করি। আমার পিতা বিএনপি নেতা আবুল কাশেম, আমার ছোটভাই শাহরিয়ার আলম ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও চাচাতো ভাইকে আওয়ামীগের ট্যাগ লাগিয়ে ২০২৫ ইং সালের ২৯ মে দায়েরকৃত ৩২ নং মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। প্রতিবাদ সভায় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানা পুলিশের ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, তারা নির্দোশ হলে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করতে হবে। পরে যাচাই বাছাই করে ব্যাবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available