মাল্টিমিডিয়া রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় অবস্থিত কনসেপ্ট পোশাক কারখানায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক।

২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


তাদের মধ্যে অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। অনেক শ্রমিক কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা থেকে বের হতে গিয়ে দৌড়াদৌড়ির মধ্যে অনেকে পড়ে গিয়ে আহত হন।
আহত ও অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও দুর্বলতায় ভুগছেন। এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।
এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available