নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার বিকেলে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।


আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো আসাদুর রহমানের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, সদস্য মোহাম্মদ উল্লাহ লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বি আর ডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক ও নবী হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available