নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত হামলার প্রতিবাদ এবং হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দারা।

১৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোলাবাড়িয়া মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষসহ সাধারণ গ্রামবাসী অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন বেগ সামসুজ্জামান নাহিয়ান জান্টু, ওমর ফারুক, জয়েন প্রামনিক, মহাতাব বেগ, মামুনুর রশিদ, ময়না বেগম ও আনোয়ারা বেগমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মোফাজ্জেল বেগ দীর্ঘ প্রায় ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসা ২ একর ৬৬ শতক জমি ও একটি পুকুর দখলের চেষ্টা চালায় একই গ্রামের প্রতিপক্ষরা। এ সময় আব্দুল মজিদ, ভুট্রু, আতিকুল, আলতাব ও সবুজসহ কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় মোফাজ্জেল বেগের দুই ছেলে বেগ সামসুজ্জামান নাহিয়ান জান্টু (৩৯) ও আসাদুল ইসলাম (৩২)-সহ নারীসহ মোট ৬ থেকে ৭ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগীদের পিতা মোফাজ্জেল বেগ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে খোলাবাড়িয়া গ্রামবাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিপক্ষ আব্দুল ও আতিকুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, জমি দখল সংক্রান্ত বিরোধের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available