মাল্টিমিডিয়া রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. সেলিম হক।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান পীর, থানা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেনসহ সোনারগাঁও থানা বিএনপি, কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের জন্য হুমকি। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
বিক্ষোভ মিছিলটি কাঁচপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available