• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:০৫:০৮ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩০:৩২

সংবাদ ছবি

নলডাঙ্গা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
Ad

উদ্বোধনের পর একই চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি রোধে সকলের অংশগ্রহণ ও সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইয়াছিন উর রহমান। এ বছরের প্রতিপাদ্য ছিল—“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. আল এমরান খাঁন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান, প্রকৌশলী মো. হারুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোছা. রেহেনা পারভিন ও নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, ১নং ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা
৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২১:২২

সংবাদ ছবি
মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে রেল
৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০৮:৪৮



Follow Us