মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাম্প্রতিক একটি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তৌহিদী জনতা বিক্ষোভে নামেন। একই সময়ে বাউল শিল্পীর অনুসারীরাও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরে অবস্থান নিলে আকস্মিক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

২৩ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়াম মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে সহস্রাধিক তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করে। মিছিলটি শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ করে মিছিলের কিছু অংশ থেকে বাউল অনুসারীদের দিকে ধাওয়া দেওয়া হয়। জীবন বাঁচাতে তারা পালাতে গিয়ে বিভিন্ন দিকে ছুটোছুটি করেন এবং অনেকে পানিতে নেমে আশ্রয় নেন।
এ সময় তিন বাউল শিল্পী আলীম, আরিফুল ও জহিরুল গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে হঠাৎ করে কিছু লোকজন ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনজন আহত হয়েছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available