• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৩১ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচনের আগেই যেন গণভোট করা হয় : এটিএম আজহারুল ইসলাম

২২ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:০৪

সংবাদ ছবি

রংপুর ব্যুরো : গণভোটের বিষয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করেছি। আমরা মনে করি গণভট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। আমাদের হাতে সময় অল্প এজন্য ভোট এবং গণভোটের সময়  হবে না। যেহেতু গণভোটে আমরা সবাই রাজি হয়েছি তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগেই  হবে না এবং করলে সমস্যাটা কি?  আমাদের দাবি এখনো থাকবে জাতীয় নির্বাচনের আগেই যেন গণভোট করা হয়।

Ad

২২ নভেম্বর শনিবার সকালে মোটরসাইকেল শোভাযাত্রায় বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রংপুর ২ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

Ad
Ad

তিনি বলেন, সাড়ে তিন চার মাস ধরে বদরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। সব জায়গায় ভালো সাড়া পাচ্ছি এবং নারীদের সবচেয়ে বেশি সাড়া পাবো ইনশাল্লাহ। অনেক সংস্কার করেছি। যেহেতু আমি জনগণের জন্য নির্যাতিত ছিলাম এজন্যই তারা আমাকে ভোট দেবে।

লেভেল প্লেয়িং ফিল্ডেরর ব্যাপারে তিনি বলেন,  আমরা সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে আসতেছি। এখনো প্রশাসনের অনেক আছে বিশেষ একটা দলের পক্ষে কাজ করে। সরকারি চাকরি যারা করেন তারা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন এটা অব্যাহত থাকলে আমার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমি সর্বস্তরের লোকদের সমর্থন পাচ্ছি। যেহেতু তরুণ প্রজন্ম একটা বিপ্লব করে সরকারকে হঠিয়েছে এখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অনেকটা বেশি। তরুণ যুব বৃদ্ধ মহিলা এবং অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি ভোটে। এবং ভোটের পরিবেশ অত্যন্ত অনুকূলে।

এটিএম বলেন , নির্বাচিত হলে সর্বপ্রথম রাস্তাঘাট তৈরি করব। যে সমস্ত রাস্তাঘাট হয়নি প্রশাসনকে বলে করার চেষ্টা করেছি। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার এবং এমপি ভুক্ত করেনি সেগুলোর দিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ।

তিনি বলেন, এখানে একটি সুগার মিল রয়েছে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী থাকা অবস্থায় উন্নয়ন হয়েছিল সেটি দুর্নীতিতে ঘিরে গেছে। এবং সেটি বন্ধ করা হয়েছে। নির্বাচিত হলে চেষ্টা করব আইনি কোন সমস্যা না থাকলে চালু করার। যাতে আমার এলাকার শত শত লোকজন চাকরি করতে পারে।

এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু গরিব লোকজন বেশি। আমি ইতিমধ্যে একটা হাসপাতাল করেছি যেখানে শত শত লোকজন চাকরি করছে। নির্বাচিত হলে বদরগঞ্জ- তারাগঞ্জের দুই উপজেলায় দুটি হাসপাতালের ও আধুনিকায়ন করা হবে। এবং যাতে ঠিকমতো সেবা পায় সেটি নিশ্চিত করার চেষ্টা করব। সুলভ মূল্যেও চিকিৎসা দেওয়া হবে।

দূর্নীতির ব্যাপারে তিনি বলেন, যেহেতু দুর্নীতি মুক্ত থেকেই এতদিন কাজ করছি এখানে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমি সকল জায়গায় বলেছি যদি এমপি হতে পারি সরকারি বেসরকারি বরাদ্দ আনবো। ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের একটি হারামের টাকাও আমার পেটে ঢুকবে না ইনশাআল্লাহ।

বিজয়ের ব্যাপারে তিনি বলেন, আমার বিজয় এমনভাবে হবে আমার ধারের কাছে কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ।

এ সময় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার সাহাপুর মাঠে শুরু করে শোডাউনটি। এরপর বদরগঞ্জ উপজেলার সাব্বিরিজ হয়ে শ্যামপুর, নাগের হাট পদাগঞ্জ, লোয়ানী পাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট গোপীনাথপুরের বটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জ, একরচালি  হাড়িয়ালকুটি হয়ে শেখেরহাট হয়ে আবারো সাহাপুর মাঠে শেষ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঢাকায় ফের ভূমিকম্প
২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৪৭



সংবাদ ছবি
নওগাঁ জেলা সাইবার দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:২৮






Follow Us