ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার চুকনগরে আলীম মটরর্স এ নতুন জাপানি হোন্ডা শাহিন ১০০ সিসি’র মোটরসাইকেল’র শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ নভেম্বর রোববার বিকেলে উপজেলার ডুমুরিয়ার বাণিজ্যিক নগরী চুকনগর বাজারের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশেই অবস্থিত আলীম মটরস শো-রুমে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আলীম, বাংলাদেশ হোন্ড প্রাইভেট লিমিটেড এর খুলনা ডিভিশনের এরিয়া ইনচার্জ মো. জোবায়ের আহমেদ, আল আরাহাফ ইসলামী ব্যাংক চুকনগর শাখা ব্যবস্থাপক এনায়েত ফকির, আশিকুর রহমান, সেলিম আক্তার টিটো, আক্তারুল ইসলাম, আল আমিন শেখ, গনেশ বকশী, সজিব অধিকারী, সাগর মোড়ল, মাহাবুব সরদার, খায়রুল আনাম, মোশারফ হোসেন আব্দুল হামিদ হালদার, শেখ জাকির হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর সিও সুসুমু মোরিসাওয়া বলেন, হোন্ডার বৈশ্বিক লক্ষ্য হলো সাশ্রায়ী ও গুণগত মান সম্পন্ন চলাচলের (মোবিলিটি) সমাধানের মাধ্যমে মানুষের জীবনের সম্ভাবনাকে বিকশিত করার প্রশস্ত করা। গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা নিয়মিত ভাবে নতুন মডেল, উন্নত বৈশিষ্ট্য, অত্যাধনিক প্রযুক্তি এবং নতুন নতুন রঙের বাইক বাজারে আনতে বদ্ধপরিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available