• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:১৭:৫৩ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০২:৪৪

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

১৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad

আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ আরমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম।

Ad
Ad

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজা, দয়াময়ী পাইলট একাডেমীর প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অহনা সেন চৈতী।

পরে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিস থেকে নকল ফিড জব্দ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:০৫



সংবাদ ছবি
ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৬



Follow Us