রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজিবপুর উপজেলায় শুরু হলো ‘জীবিকা উন্নয়ন প্রকল্প-২’র দ্বিতীয় পর্যায়। ৮ নভেম্বর শনিবার বিকেলে রাজিবপুর উপজেলার চর রাজিবপুর মিনি স্টেডিয়াম মাঠে তহবিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিজেডএম উত্তর-পূর্ব এরিয়া ম্যানেজার মো. আব্দুর রউফের সঞ্চালনায় ও রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েকুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সিজেডএম এর উপদেষ্টা সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন করির, সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক।


এছাড়াও বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোহনগঞ্জ-২-এর প্রকল্প কোঅর্ডিনেটর রফিকুল ইসলাম দিপু, রাজীবপুর প্রকল্পের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
ড. আইয়ুব মিয়া বলেন সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের বিভিন্ন সেবা প্রদান করে আসছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম আর কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে বঞ্চিত উপজেলার নাম হচ্ছে রাজীবপুর তাই আমরা এই সুবিধা বঞ্চিত মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে এসেছি।
এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে জীবিকা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা এবং সাফল্য দাতা সদস্যদের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available