জয়পুরহাট প্রতিনিধি: সারা জীবন কাটিয়েছি জনসেবায়, জীবনের শেষটুকুও সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে এসেছি। এমপি নয়, জনগণের সেবক হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার কাছে কোনো অনিয়মের প্রশ্রয় নেই। বিশেষত ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভয়ের সংস্কৃতি এখানে থাকবে না। এখানে আইনের শাসন থাকবে, প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার পাবে। প্রত্যেকটি মানুষের মূল্যবোধ লালিত করা হবে।

৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বিএনপি আয়োজিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের প্রার্থী সাবেক সচিব মো. আব্দুল বারী এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আমরা যারা বিএনপি করি, কারও সঙ্গে বৈরিতা, দ্বন্দ্ব নয়। সবাই একই পরিবারের সদস্য। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available