রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভূমি সেবার কার্যক্রমে স্বচ্ছতা ও মানোন্নয়ন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবব্রত দাশ।

৩ অক্টোবর সোমবার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রশাসন ও সাংবাদিকরা এক মঞ্চে এসে আলোচনা করেন বিভিন্ন সমস্যা, জনভোগান্তি ও সেবা কার্যক্রমের উন্নয়ন বিষয়ে।


এসিল্যান্ড দেবব্রত দাশ সভায় বলেন, “ইটভাটা, বালু উত্তোলন ও মাটিকাটাসহ বিভিন্ন বিষয়ে আমরা নিয়মিত কাজ করছি। নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জেল ও জরিমানা নেওয়া হচ্ছে। সামনে মাটি কাটার কিছু বিষয় আসতে পারে, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।”
তিনি আরও যোগ করেন, সাংবাদিকরা প্রশাসনের চোখ ও কান হিসেবে কাজ করলে জনসেবা আরও কার্যকর করা সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সম্পাদক এম. এ. মতিন, সাংবাদিক জগলুল হুদা, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, ইসমাঈল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান তালুকদার, মুহাম্মদ তৈয়বুল ইসলাম ও ফাহিম শাহরিয়ার উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available