• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:৩৫ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে প্রকাশ্যেই চলছে সরকারি জমি দখল

২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৫:৪৫

সংবাদ ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি খাসজমি দখল চলছে, এমন অভিযোগে সরব হয়ে উঠেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

Ad

অভিযোগ রয়েছে, প্রভাবশালী কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাসজমি দখল করে নির্মাণ করছে ঘর-বাড়ি ও ব্যবসায়িক স্থাপনা। আর সবকিছু ঘটছে উপজেলা প্রশাসনের চোখের সামনেই।

Ad
Ad

সরেজমিনে দেখা গেছে, উপজেলা ভূমি অফিস ও টিএন্ডটি অফিসের সামনের খাসজমিগুলোতেও চলছে দখল ও স্থাপনা নির্মাণের কাজ। বাকি অল্প জায়গাগুলোও দ্রুত দখলের মুখে। উপজেলার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকায়ও একই চিত্র।

স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন ব্যানার, সংগঠনের নামে বেনামে চলছে অবৈধ দখল। সংগঠনগুলোর বেশিরভাগই নিবন্ধনবিহীন। যাদের মূল লক্ষ্য সরকারি জমি দখল ও স্থায়ী কাঠামো নির্মাণ।

স্থানীয়দের অভিযোগ, দখলকারীরা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে অবৈধভাবে এসব জমি দখল করছে। কেউ কেউ প্রকাশ্যেই বলছে, সব ম্যানেজ করা আছে। ফলে বছরের পর বছর সরকারি জমি ও ফুটপাত দখল হয়ে যাচ্ছে। অথচ প্রশাসন থাকছে নীরব দর্শকের ভূমিকায়।

ভূমি অফিসের তথ্যমতে, ঘোড়াঘাট উপজেলায় মোট খাসজমির পরিমাণ ৮৮২.৬৪ একর। এর মধ্যে ৭৬১.৭৫ একর কৃষিজমি এবং ১২০.৮৯ একর অকৃষিজমি। বন্দোবস্তযোগ্য কৃষিজমির পরিমাণ ২৫৮.৩২ একর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্তমানে সরকারি প্রশিক্ষণে বগুড়ায় অবস্থান করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘অর্পিত বা ভিপি সম্পত্তি বাদে অন্যান্য খাস জায়গাগুলো নিয়মিত তদারকির আওতায় থাকে না। তবে প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হয়। অতীতে আমরা অনেক খাসজমি উদ্ধার করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করেছি। বর্তমানে যদি দখলকারীদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তবে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

সংবাদ ছবি
শাহজাদপুরে মোটরসাইকেল রেস, আরোহী নিহত
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৩৫




সংবাদ ছবি
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৪

সংবাদ ছবি
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২২:৫২



Follow Us